desh somoy logo
ঢাকাFriday , 31 January 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

হাতিয়ায় প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম এর আগমনে দ্বীপবাসী আশান্বিত ও উদ্বুদ্ধ:

দেশ সময়
January 31, 2025 2:07 pm
Link Copied!

আজ হাতিয়ায় আসছেন দ্বীপের অভিভাবক ও জনন্দিত নেতা প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম | জনাব আজিম বহুমুখী প্রতিভায় ভাস্বর, বর্ণিল গুণাবলীর কর্মযোগী ব্যক্তিত্ব। সমগ্র দেশে তিনি খ্যাতিমান সুদক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে পরিচিত । তিনি শেয়ার বাজার কেলেংকারীসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে ২০০৮ এর পরবর্তী সংসদে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।
তিনি সর্বশেষ নবম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। এর আগেও তিনি ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে হাতিয়া থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত হলেও হাতিয়ার রাজনীতিতে তাঁর সর্বদলীয় গ্রহনযোগ্যতা রয়েছে। রাজনীতিবিদ হিসেবে তিনি অত্যন্ত মার্জিত, মানবদরদী মহানুভব সমাজসেবী। তাঁর প্রতিষ্ঠিত আজিম গ্রুপ অব কোম্পানি দেশের অগণিত মানুষের কর্মসংস্থানে ভুমিকা রেখেছে। জনাব প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সাহেবের রয়েছে সুদীর্ঘ রাজনৈতিক জীবন। একজন সৎ, নিষ্ঠাবান ও বিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে তিনি সর্বমহলে প্রশংসিত । নবম জাতীয় সংসদে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করেন, তখন একজন মাত্র সংসদ সদস্য সেদিন এর বিপক্ষে তীব্র বিরোধিতা করেছিলেন এবং দ্ব্যর্থহীন কন্ঠে বলেছিলেন, মাননীয় স্পীকার সমগ্র দেশকে আজ একটি বিভাজন করে অগ্নিগর্ভে নিক্ষেপ করা হলো। তিনি জনমত যাচাইয়ের জন্য সেদিন জনগণের ম্যান্ডেট নিতে বলেছিলেন। তাঁর সংসদে সেই বক্তব্য আজ সত্য প্রমাণ হলো। এজন্য জাতিকে অনেক খেসারত দিতে হয়েছে, অগণিত তরুণ-যুবার প্রাণহানি ঘটেছে। তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে মহান জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধিতে।

হাতিয়া দ্বীপের আর্থ-সামাজিক উন্নয়ন বিশেষত তমরদ্দিতে ব্লক বাঁধ দিয়ে নদী ভাঙ্গন থেকে রক্ষা করেছেন। বিধ্বস্ত হরণী ও চানন্দী ইউনিয়ন পুনর্গঠন করে জেগে ওঠা চরাঞ্চলকে হাতিয়া উপজেলার সঙ্গে সম্পৃক্ত করে বিপন্ন মানুষকে বসবাসের আধুনিক পরিবেশ তৈরি করে দিয়েছেন। দেশের ঐতিহ্যবাহী পর্যটন জোন নিঝুমদ্বীপকে একটি স্বতন্ত্র ইউনিয়ন গঠন করে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করেছেন। তিনি হাতিয়া দ্বীপে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ অবকাঠামো উন্নয়নে তিনি অভূতপূর্ব অবদান রেখেছেন।
আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ হিসেবে এখানকার তরুণদের গড়ে তোলা, অন্যদিকে নৈতিক মূল্যবোধের জাগরণ, সততা,নিষ্ঠা, জনগণের প্রতি শ্রদ্ধাশীল, সমাজের প্রতি দায়বদ্ধ দেশপ্রেমিক হিসেবে উদ্বুদ্ধ করে এক নতুন আধুনিক হাতিয়া বিনির্মাণের লক্ষ্যে তিনি আজ হাতিয়ার আপামর মানুষের ফিরে আসছেন। তাঁর এই আগমনকে ঘিরে হাতিয়ায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তাঁর সফরসঙ্গী হবেন তাঁর বড় ছেলে আজিম গ্রুপ অব কোম্পানি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফারহান মোহাম্মদ আজিম।

প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সাহেবের জীবন ও কর্মপরিধি অবলোকন করে আমাদের বিস্ময়ের সীমা নেই। তিনি হাতিয়া দ্বীপের গৌরব ও অহংকার। এতদঞ্চলের ইতিহাসের জ্যোর্তিময় ধারায় আজ তাঁর আসন কিংবদন্তীতুল্য। নবম জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর নোয়াখালী অঞ্চলে সর্বাধিক জনসমর্থনের মধ্য দিয়ে যে বিজয় জনাব মোহাম্মদ ফজলুল আজিম অর্জন করেছেন, সংসদ সদস্য হিসেবে এবং কিংবদন্তীতুল্য মানুষ হিসেবে তাঁর সৎ ও সরল জীবনেরই কর্মফল। জাতির গৌরব প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম হাতিয়া দ্বীপের একজন সুযোগ্য সন্তান হিসেবে সুদীর্ঘ রাজনৈতিক জীবন ও কর্মক্ষেত্রে যে সততা ও সাফল্য এবং মহান জাতীয় সংসদে যে দক্ষতার স্বাক্ষর রেখেছেন তা তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।