মতলব দক্ষিণ উপজেলায় শীতার্ত হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতিমা সুলতানা। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় জেলা প্রশাসন বরাদ্দকৃত ১০১০টি এবং বরাদ্দকৃত ৩,০০,০০০/- টাকায় ক্রয়কৃত ৬০০টি কম্বল বিতরণ করেছেন মতলব দক্ষিণ প্রশাসন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আনোয়ারুল ইসলাম জানান, কম্বল ক্রয়ের জন্য মতলব দক্ষিণ উপজেলার আরও ২,০০,০০০/-, মতলব পৌরসভার অনুকুলে ২,০০,০০০/, নবসৃষ্ট নারায়নপুর পৌরসভার অনুকুলে ১,০০,০০০/- বরাদ্দ পাওয়া গেছে। জরুরি ভিত্তিতে কম্বল ক্রয় প্রক্রিয়াধীন।
জনসংখ্যা ও দুঃস্থতা বিবেচনায় ইউনিয়ন পরিষদ অনুকুলে কম্বল উপ-বরাদ্দ দেয়া হয় এবং সুষ্ঠু বিতরণের জন্য প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। কর্মকর্তাদের প্রত্যক্ষ তদারকীতে বিতরণ কার্যক্রম চলমান থাকায় এবার কোনো অভিযোগ নেই।
এবার কম্বল ক্রয়ের ক্ষেত্রে সংখ্যার চেয়ে মানের দিকেই নজর দেয় উপজেলা প্রশাসন। বিতরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হয়েছে এতিম, প্রতিবন্ধী, বয়োবৃদ্ধ, বিধবা ও স্বামী পরিত্যক্তা অসহায় নারীদের। এবার একটু ভাল মানের কম্বল পেয়ে অনেক খুশী হতদরিদ্র শীতার্ত পরিবারগুলো।
প্রায় প্রতি রাতেই এতিম ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করছেন ইউএনও ফাতিমা সুলতানা। তিনি রাতের আঁধারে ছুটে যাচ্ছেন মতলন দক্ষিণ উপজেলার অজপাড়াগাঁয়ের জীর্ণঝরা কুঁড়েঘরে! শীত ক্লিষ্ট মানুষের বাস্তব দুর্দশা নিজ চোখে দেখে হাতে তুলে দেন এক টুকরো কম্বল! তিনি প্রতি রাতেই জেলে পল্লী, আশ্রায়ন প্রকল্পের হতদরিদ্র পরিবার ও ভাসমান ভবঘুরের হাতে কম্বল তুলে দিচ্ছেন। তাঁর বিতরণ কার্যক্রমে সঙ্গী হচ্ছেন সহকারী কমিশনার (ভুমি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।