সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ৯টি ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ডিউটি অফিসার লিমা খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৯ ইউনিটের প্রচেষ্টায় মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লেগেছে তা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানাতে পারেননি।
এর আগে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও ৮ ইউনিট।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।