desh somoy logo
ঢাকাWednesday , 11 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঈদের পঞ্চম দিনেও রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়

Link Copied!

পবিত্র ঈদুল আজহার ছুটির পঞ্চম দিনেও ঈদের আমেজে উৎসবমুখর রাজধানীবাসী। কর্মব্যস্ত জীবন থেকে পাওয়া দীর্ঘ ছুটির সুযোগে পরিবার-পরিজন নিয়ে নানা বিনোদনকেন্দ্রে ছুটছেন নগরবাসী।

বুধবার (১১ জুন) ঢাকার চিড়িয়াখানা, রমনা ও চন্দ্রিমা উদ্যান এবং হাতিরঝিলসহ বিভিন্ন স্থানে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়।


বিশেষ করে শিশুদের মধ্যে ছিল আনন্দের বাঁধভাঙা উচ্ছ্বাস। বাবা-মায়ের হাত ধরে কেউ রাইডসে চড়ছে, কেউ চিড়িয়াখানায় গিয়ে পশুপাখি দেখে আনন্দে আত্মহারা। শিশুর হাসি-আনন্দে মুখর ছিল চিড়িয়াখানার প্রতিটি অংশ। বন্যপ্রাণী দেখে অনেকেই নিচ্ছিল ছবি, কেউ কেউ ভিডিও করে রাখছিল স্মৃতি হিসেবে।


তীব্র গরম থাকলেও রাজধানীবাসীর উৎসাহে ভাটা পড়েনি। রমনা পার্কে পরিবারসহ ঘুরতে আসা আব্দুর রহমান বলেন, ‘গরম তো আছেই, কিন্তু বাচ্চাদের আনন্দটা সব কিছুর ঊর্ধ্বে। প্রতি ঈদেই চেষ্টা করি পরিবার নিয়ে একটু সময় কাটাতে।’



ঢাকা চিড়িয়াখানার এক কর্মকর্তা জানান, ঈদের ছুটিতে দর্শনার্থীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শিশুদের ভিড় বেশি থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।


এদিকে হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরেও দেখা গেছে তরুণ-তরুণীদের জটলা। কেউ সেলফি তুলছেন, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন।


ঈদের ছুটিকে ঘিরে অনেকেই রাজধানী ছেড়েছিলেন, আর যারা থেকে গেছেন তারা ঢাকার বিনোদনকেন্দ্রগুলোতেই ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন পরিবার ও বন্ধুদের সঙ্গে।


পরিবারের সঙ্গে সময় কাটানো এবং বিনোদনের এই বিরল সুযোগ রাজধানীবাসীকে এনে দিচ্ছে মানসিক প্রশান্তি। ঈদের ছুটির বাকি দিনগুলোতেও একই রকম ভিড় থাকবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।