desh somoy logo
ঢাকাMonday , 22 December 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

দুর্ঘটনার শিকার নোরা ফাতেহি

দেশ সময়
December 22, 2025 1:15 pm
Link Copied!

গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। শনিবার (২০ ডিসেম্বর) এক কনসার্টে পারফর্ম করতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তবে বড় কোনো আঘাত পেয়ছেন কিনা  তা সিটিস্ক্যানের পর জানা যাবে।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, এটি আমার জীবনের সবচেয়ে ট্রমাটিক দুর্ঘটনা।

নিজের শারীরিক অবস্থার বর্ণনা জানিয়ে তিনি বলেন, গতকাল শনিবার এই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হই আমি।  এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আমার গাড়িতে তিনি সজোরে ধাক্কা দেন। এতে গাড়ির ভেতরে ছিটকে আমার মাথা কাঁচের সঙ্গে লাগে। এখন আমি ঠিক আছি। তেমন বড় কোনো চোট নেই।

তিনি বলেন, বেঁচে আছি এটাই বড় বিষয়। আমি সবাইকে বলবো, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না।

আঘাত পাওয়ার পরও কনসার্টে গিয়ে পারফর্ম করেন নোরা। বলিউড বিশ্লেষকরা অবশ্য নোরার এই অবস্থানকে স্বাগত জানিয়ে বলছেন, এই অবস্থান নোরার কাজের ও ভক্তদের প্রতি দায়বদ্ধতাকেই প্রমাণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।