desh somoy logo
ঢাকাWednesday , 18 December 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

নতুন লুকে পরীমনি, সিঁথিতে সিঁদুর

দেশ সময়
December 18, 2024 4:11 pm
Link Copied!

ঢালিউড থেকে টালিউডে পা রেখেছেন অভিনেত্রী পরীমনি। দেবরাজ সিনহা পরিচালিত  ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হতে চলেছে তার। আগামী বছর ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে এ ছবিটি। আর তার বিপরীতে আছেন সোহম চক্রবর্তী। এ ছাড়া আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। 

এবার সামনে এলো সেই সিনেমার পরীমনির লুক, যেখানে পরীর চরিত্রের নাম লাবণ্য। সিঁথিতে সিঁদুর লাবণ্য রূপে বড় চমক এ অভিনেত্রীর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফেলুবক্সী’র পোস্টার তার ফেসবুক পেজে শেয়ার করেছেন পরীমনি। সেখানে পরীমনিকে মূলত ছবির লাবণ্য’র চরিত্রে দেখা যায়। সেখানে কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে দেখা যায় এ অভিনেত্রীকে। ক্যাপশনে পরীমনি লিখেছেন— লাবণ্যের সঙ্গে পরিচিত হন। যিনি তার উষ্ণতা ও আত্মবিশ্বাস দিয়ে সব কিছুকে প্রজ্বালন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়। 

পরীমনির এমন লুক দেখে তার ভক্তরা ভীষণ খুশি। সেটি পোস্টের নিচে ভক্তদের করা মন্তব্য দেখেই বোঝা যাচ্ছে। এক ভক্ত লিখেছেন— শুভকামনা রইল। অপেক্ষায় আছি। আরেকজন লিখেছেন— ‘ওয়াও’। অন্য আরেক ভক্ত মন্তব্য করেছেন— অনেক সুন্দর লাগছে পরী।

 উল্লেখ্য, ‘ফেলুবক্সী’ থ্রিলার ঘরানার একটি সিনেমা। আর ফেলুবক্সী চরিত্রটি স্মার্ট ও প্রযুক্তির সঙ্গে আপডেটেড। সাধারণ এক বাঙালি ছেলে, যে খেতে খুব ভালোবাসে আর রহস্যের সমাধান করতে। সেখানে রহস্যের কেন্দ্রে থাকেন পরীমনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।