desh somoy logo
ঢাকাWednesday , 24 September 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

চাঁদপুরে মতলব দক্ষিণে শোভন করদী কমিউনিটি ক্লিনিকে মানবিক সেবা দিয়ে যাচ্ছেন: ডাঃ রোমানা আক্তার

দেশ সময়
September 24, 2025 7:25 pm
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভার শোভন করদী কমিউনিটি ক্লিনিকে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মানবিক সেবা দিয়ে যাচ্ছেন সি-এইচ-সি-পি ডা. রোমানা আক্তার। স্থানীয়দের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি।

গত বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ক্লিনিকে সেবা নিতে আসা বৃদ্ধা রুকিয়া আক্তার বলেন, “এখানে এসে চিকিৎসা নিতে পেরে আমি অনেক খুশি। ডা. রোমানা আন্তরিকভাবে সেবা দেন, যা সত্যিই প্রশংসনীয়।”

ডা. রোমানা আক্তার জানান, এই ক্লিনিকে প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসা নিতে আসেন। বিশেষ করে বৃদ্ধ নারী ও গর্ভবতী মহিলারা এখানে চিকিৎসা ও নিয়মিত প্রশিক্ষণ সেবা পাচ্ছেন। এছাড়া হঠাৎ জ্বর, সর্দি-কাশি বা শিশুদের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়। প্রয়োজন হলে রোগীদের মতলব সদর ৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়।

তিনি বলেন, “আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি রোগীদের মায়ের মতো, বাবার মতো সেবা দিতে। এই গ্রামের মানুষকে আমি খুব ভালোবাসি। যতদিন বাঁচবো, ততদিনই তাদের সেবা দিয়ে যাবো ইনশাল্লাহ।”

মানবিক এই সেবার মাধ্যমে ইতোমধ্যেই গ্রামের মানুষের আস্থার জায়গা দখল করে নিয়েছেন ডা. রোমানা আক্তার। স্থানীয়রা মনে করেন, তার মতো নিবেদিতপ্রাণ স্বাস্থ্যকর্মীরা থাকলে গ্রামের মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।