desh somoy logo
ঢাকাSaturday , 27 September 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

চাঁদপুরের মতলব দক্ষিণে ইমাম উলামা ঐক্য পরিষদের সেমিনার ও সম্মাননা স্মারক প্রদান

দেশ সময়
September 27, 2025 7:28 pm
Link Copied!

আদর্শ সমাজ বিনির্মাণে মসজিদের ভূমিকা শীর্ষক ইমাম মুসল্লী কল্যাণ বিষয়কে সামনে রেখে মতলব দক্ষিণ ইমাম উলামা ঐক্য পরিষদের সেমিনার ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার(২৭ সেপ্টেম্বর) মতলব দক্ষিণ উপজেলা অডিটোরিয়ামে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়।

ঢাকা মানিকনগর পুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও মতলব দক্ষিণ ইমাম উলামা ঐক্য পরিষদের সভাপতি মুফতি রোকনুজ্জামান মাদানীর সভাপতিত্বে, মতলব দক্ষিণ উপজেলা জামে মসজিদের খতিব মুফতি মোরশেদ আলম সিরাজীর পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর বড় স্টেশন রেলওয়ে জামে মসজিদের খতিব ও সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম, মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব গোলাম সারওয়ার ফরিদী,মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: গোলাম রায়হান,
মতলব প্রেসক্লাবের আহবায়ক মো: আমির খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান মো:কবির হোসেন, মতলবগন্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শাহ-আলম,মতলব পৌর জামায়াতে ইসলামীর সভাপতি মো: জসিম উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: হাসান মামুন, মতলব দক্ষিণ ইমাম উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মো: আশিকুর রহমান জিসান, সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা রিয়াজুল ইসলাম মাহমুদী,
মুন্সীরহাট মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল হান্নান।এ সময় বক্তারা সরকারের কাছে, মসজিদ ভিত্তিক মক্তব বাধ্যতামূলক করা,ইমামদের বেতন কমপক্ষে ১৫ হাজার টাকা নির্ধারণ করা ও ঈদ বোনাস রেজুলেশনভুক্ত করা,মসজিদ পরিচালনায় ইমামের সিদ্ধান্তকে মুল্যায়ন করা সহ মোট ১১ দফা সুপারিশ উত্থাপন করেন ও দ্রুত বাস্তবায়নের দাবী জানান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মুফতি সোয়াইব আল ফরিদী এবং হামদ পরিবেশন করেন মাওলানা জাহিদুল ইসলাম।
সার্বিক তত্বাবধানে ছিলেন,মাওলানা নাছির উদ্দীন, মুফতি আরিফ বিল্লাহ কাসেমী,মাওলানা ইলিয়াস হোসাইন, মাওলানা শায়াত জামিল,হাফেজ মাওলানা রেজাউল করিম,হাফেজ মাওলানা ইব্রাহিম মিয়াজী,হাফেজ মাওলানা শাহপরান মিয়াজীসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার প্রায় তিন শতাধিক ইমাম উলামা।

আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।