শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চৈতন্য পাল।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব দুর্গাপূজা এখন আর শুধু হিন্দু সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনাই এ উৎসবের প্রধান বৈশিষ্ট্য।
কৃষিবিদ চৈতন্য পাল আরও বলেন, “ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাবে ভাগাভাগি করে নিতে পারেন, সেই প্রত্যাশাই থাকবে।”
তিনি দুর্গাপূজার সকল আচার-অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হোক এবং শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হোক – এই কামনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
