শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব দক্ষিণ পৌর বিএনপি সভাপতি শোয়েব আহাম্মদ সরকার।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব দুর্গাপূজা সমাজের অন্যায়, অবিচার ও অশুভ শক্তির দমন করে শান্তি প্রতিষ্ঠার প্রতীক। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে দুর্গাপূজা উদযাপন করে আসছে।
এক শুভেচ্ছা বার্তায় শোয়েব আহাম্মদ সরকার আরও বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনাই এই উৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন সমান আনন্দে শারদীয় দুর্গোৎসব ভাগাভাগি করতে পারেন—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
