desh somoy logo
ঢাকাTuesday , 7 October 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আটক

দেশ সময়
October 7, 2025 9:07 pm
Link Copied!

নোয়াখালীর হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও হাতিয়া উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছাইফুদ্দিন আহাম্মদকে আটক করেছে যৌথবাহিনী। পরে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়া আদালত প্রাঙ্গণ থেকে নৌবাহিনী ও পুলিশ তাকে আটক করেন। আটক ছাইফুদ্দিন আহাম্মদ হাতিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং পৌরসভা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

অ্যাডভোকেট ছাইফুদ্দিন আহাম্মদ এর আটকের খবর পেয়ে তার সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে। পরে নৌবাহিনী ধাওয়া দিলে তারা চলে যান।

হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, আটক অ্যাডভোকেট ছাইফুদ্দিন আহাম্মদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে । পুরাতন মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।