desh somoy logo
ঢাকাTuesday , 11 November 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মেসি নয়, ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রোনালদোর বেশি

দেশ সময়
November 11, 2025 3:04 pm
Link Copied!

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় মাঠে গড়াবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেবে রেকর্ড ৪৮টি দল, যা ফুটবলপ্রেমীদের কাছে নিয়ে আসবে আরও রোমাঞ্চ, প্রতিদ্বন্দ্বিতা ও বিশ্বজুড়ে উন্মাদনার নতুন মাত্রা।

ধারণা করা হচ্ছে, লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো উভয়েই আগামী বিশ্বকাপ খেলবেন। প্রশ্ন উঠছে, মেসির আর্জেন্টিনা ও রোনালদোর পর্তুগালের মধ্যে কোন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি। সেই প্রশ্নেরই উত্তর দিয়ছেন নেদারল্যান্ডসের হয়ে ২০১০ বিশ্বকাপের ফাইনাল খেলা ওয়েসলি স্নেইডার।

নিজের ক্যারিয়ারের সময়ে অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবেই পরিচিত ছিলেন স্নেইডার। রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলানের মতো ক্লাবে খেলেছেন। চ্যাম্পিয়নস লিগ জেতেন ইন্টার মিলানের হয়ে।

ফুটবলের এই তারকা ২০২৬ বিশ্বকাপে মেসির চেয়ে রোনালদোর পর্তুগালের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি দেখেন।

মেসির আর্জেন্টিনার পরিবর্তে কেন রোনালদোর পর্তুগালের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি সেটিরও ব্যাখা দিয়েছেন স্নেইডার।

তিনি বলেন, পর্তুগালের দলটা খুব শক্তিশালী। আমার দৃষ্টিতে তারা অন্যতম ফেবারিট। সে কারণে আমি বলব লিওনেল মেসির তুলনায় রোনালদোর বিশ্বকাপ জয়ের সুযোগ বেশি।

ভাগ্যের সহায়তায় কাতার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা, দাবি স্নেইডারের। তিনি বলেন,কাতারে দারুণ বিশ্বকাপ খেলেছে আর্জেন্টিনা। তারা একটু ভাগ্যবানও ছিল। সব মিলিয়ে আমার কাছে পর্তুগালকেই ভালো দল মনে হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।