desh somoy logo
ঢাকাTuesday , 11 November 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

দিল্লি বিস্ফোরণে জড়িত কেউ রেহাই পাবে না- ভারাক্রান্ত মনে বার্তা মোদির

দেশ সময়
November 11, 2025 5:17 pm
Link Copied!

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় যারা জড়িত তাদের কেউই রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ভয়াবহ বিস্ফোরণের পেছনে যারা ষড়যন্ত্র করেছে, তাদের কেউই রেহাই পাবে না। বিস্ফোরণের ওই ঘটনায় ৯ জন নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হন। মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, মোদি বর্তমানে ভূটান সফরে রয়েছেন। মঙ্গলবার দেশটির রাজধানী থিম্পুতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমাদের সংস্থাগুলো এই ষড়যন্ত্রের মূল পর্যন্ত পৌঁছাবে। যারা এর পেছনে আছে, তাদের কেউই ছাড় পাবে না। জড়িতদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।”

তিনি বলেন, “আজ আমি এখানে এসেছি ভারাক্রান্ত হৃদয়ে। গতকাল সন্ধ্যায় দিল্লিতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা সবার মনকে ব্যথিত করেছে। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শোক বুঝতে পারছি। আজ পুরো দেশ তাদের পাশে আছে। মোদি জানান, তিনি গত রাতভর তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রেখেছেন।

ভারতের এই রাজধানীর ব্যস্ততম এলাকায় বিস্ফোরণে আশপাশের আরও বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে এক ট্রাফিক সিগন্যালে ধীরে চলা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। সাদা রঙের হুন্দাই আই-২০ মডেলের ওই গাড়িতে বিস্ফোরণে ৯ জন নিহত ও আরও ২০ জন আহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।