বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, দেশ ও গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন নেত্রী, মহরুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে ইতালির মিলানের ঐতিহ্যবাহী বায়তুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণে।
শোকাবহ এই জানাজায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে দুই দফায় নামাজে জানাজা আদায় করা হয়। প্রথম জানাজা পরিচালনা করেন এ জি এম জয়নাল এবং দ্বিতীয় জানাজা পরিচালনা করেন মাওলানা আমজাদ হোসেন।
জানাজায় উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের কনসাল মোঃ শফিকুল ইসলাম, কনসাল কর্মকর্তা জাহাঙ্গীর কবিরসহ ইতালি মিলান বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা শোক ও শ্রদ্ধা জানাতে অংশ নেন।
জানাজা শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে মহরুমা নেত্রীর রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় আবেগে আপ্লুত হয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। প্রবাসে থেকেও প্রিয় নেত্রীর বিদায়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা আর বেদনার প্রকাশ ঘটে মিলানের এই প্রাঙ্গণে।
প্রবাসীরা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন—তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক, আপোষহীন সংগ্রামের নাম। তাঁর শূন্যতা বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয়।
