desh somoy logo
ঢাকাMonday , 5 January 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

২০২৬ সালে যাত্রা শুরু করে ২০২৫-এ নামল যে বিমান!

দেশ সময়
January 5, 2026 9:03 pm
Link Copied!

নতুন বছরকে স্বাগত জানাতে মানুষ কত কিছুই না করে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, ২০২৬ সালে পা রাখার পর আবারও বিমানে চড়ে ২০২৫ সালে ফিরে গিয়ে দ্বিতীয়বার নতুন বছর উদযাপন করবেন? ঠিক এমনটাই ঘটেছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটের যাত্রীদের ক্ষেত্রে। আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line) অতিক্রম করার মাধ্যমে এই ‘সময় ভ্রমণ’ বা টাইম ট্রাভেলের স্বাদ নিয়েছেন তারা।

যেভাবে ঘটল এই ‘টাইম ট্রাভেল’

অ্যাভিয়েশন ডেটা প্ল্যাটফর্ম OAG-এর তথ্য অনুসারে, মোট ১৪টি যাত্রীবাহী বিমান ২০২৬ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বর গন্তব্যে পৌঁছায়।

এর মধ্যে অন্যতম ছিল ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট CX880 (বোয়িং ৭৭৭)। বিমানটি ১ জানুয়ারি রাত ১২টা ৩৪ মিনিটে হংকং থেকে উড্ডয়ন করে এবং আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে ৩১ ডিসেম্বর রাত ৯টা ২৮ মিনিটে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করে। ফলে এই বিমানের যাত্রীরা মাঝ আকাশে একবার এবং ল্যান্ড করার পর লস অ্যাঞ্জেলেসে আরও একবার—অর্থাৎ একই দিনে দুইবার নতুন বছরকে বরণ করে নেন।

অর্থাৎ, যাত্রীরা ২০২৬ সালে ঘুম থেকে উঠে যাত্রা শুরু করলেও তারা এমন এক জায়গায় নামলেন যেখানে তখনো ২০২৬ সাল শুরুই হয়নি। ফলে তারা একই বছরে দুইবার থার্টি ফার্স্ট নাইট এবং নববর্ষ উদযাপনের এক বিরল সুযোগ পান।

সময় ও বিজ্ঞানের জাদু

এটি কোনো টাইম মেশিন বা সায়েন্স ফিকশনের কারসাজি নয়, বরং ভৌগোলিক অবস্থান এবং ‘আন্তর্জাতিক তারিখ রেখা’র (International Date Line) কারণে সম্ভব হয়েছে। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত এই কাল্পনিক রেখাটি মূলত ক্যালেন্ডারের একটি দিনকে অন্য দিন থেকে আলাদা করে। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে এই রেখা অতিক্রম করার সময় ঘড়ির সময় ও তারিখ নাটকীয়ভাবে বদলে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়

এই ফ্লাইটের খবরটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকে বিষয়টিকে ‘বাস্তব জীবনের টাইম ট্রাভেল’ বলে আখ্যা দিয়েছেন। ইউনাইটেড এয়ারলাইন্সও তাদের সোশ্যাল মিডিয়ায় যাত্রীদের এই বিশেষ মুহূর্তের শুভেচ্ছা জানিয়েছে। তবে কারিগরি সমস্যার কারণে ফ্লাইটটি কিছুটা বিলম্বিত হওয়ায় যাত্রীরা উল্টো আরও বেশি সময় হাতে পান দ্বিতীয়বার পার্টি করার জন্য!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।