desh somoy logo
ঢাকাThursday , 11 December 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন সিইসি

দেশ সময়
December 11, 2025 11:25 pm
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে তিনি তফসিল ঘোষণা শুরু করেন। তার ভাষণ সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।

এর আগে গতকাল বুধবার দুপুরে সিইসির নেতৃত্বে কমিশনাররা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। রাষ্ট্রপতি এতে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।

বঙ্গভবন থেকে ফিরে বুধবার বিকেল চারটায় সিইসি নাসির উদ্দিন তফসিলের ভাষণ বিটিভি ও বাংলাদেশ বেতারে রেকর্ড করেন।

পরে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব সাংবাদিকদের জানান বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি।

প্রায় দুই যুগ পর দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে। একই দিনে একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণের ম্যান্ডেট নিতে গণভোট নেয়া হবে। শেখ হাসিনা সরকারের ১৫ বছর দেশের মানুষ কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। ২০১৩ সালে হয় বিনাভোটের নির্বাচন, ২০১৮ সালে হয় রাতের ভোট, আর ২০২৪ সালে হয় ডামি প্রার্থীর ভোট।

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয় প্রায় ১৬ বছরের স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের। দুই দিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্য দিয়ে তৈরি হয় গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।