বাংলাদেশ বেতার, রাঙামাটি আঞ্চলিক বার্তা সংস্থার উদ্যোগে এক অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের সংবাদের মান উন্নয়ন, নির্বাচনে সংবাদ সংগ্রহে পরিকল্পনা ও জনগণের নির্বাচনী ভাবনা সংক্রান্ত সংবাদ সংগ্রহ বিষয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় বেতার কার্যালয়ের প্রচার কক্ষে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি আঞ্চলিক বার্তা সংস্থার উপ-বার্তা নিয়ন্ত্রক শারমিন রহমান সুমি।
এসময় সহকারি উপ-বার্তা নিয়ন্ত্রক জনাব মাহবুব উদ্দিন সহ জেলার সকল উপজেলা প্রতিনিধি ও বাংলা বিভাগের শিল্পীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
