বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের (১৭ ইষ্ট বেঙ্গল) উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, শিক্ষকদের মাঝে পুরষ্কার বিতরণ, প্রীতিভোজ ও নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নানিয়ারচর জোনের মাল্টিপালপার সেডে আয়োজিত অনুষ্ঠানে বার্ষিক পরিক্ষায় ভালো ফলাফল অর্জন করায় বগাছড়ি আল আমিন উচ্চ বিদ্যালয়ের ১৫জন শিক্ষার্থীকে সংবর্ধনা স্বারক প্রদান করেন, নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি।
এসময় বগাছড়ি আল আমিন উচ্চ বিদ্যালয়ের ৫জন শিক্ষক কে সম্মাননা উপহার তুলে দেন তিনি।
এর আগে নানিয়ারচর জোনের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার মান উন্নয়ন, সরকারী চাকুরী ও অবসরে প্রাপ্ত সুযোগ সুবিধা এবং সেনাবাহিনীর চাকুরীতে যোগদান সহ উদ্বুদ্ধকরণ বিষয়ে বক্তব্য প্রদান করেন, জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. রিজুয়ান মাহমুদ রিজন।
পার্বত্য অঞ্চলে আর্মি ক্যাম্পসমূহ সাধারণ মানুষের কল্যাণে যেভাবে কাজ করছে সে সম্পর্কে ধারণা প্রদান করেন তিনি। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, প্রীতিভোজ ও নৌকা ভ্রমণের আয়োজন করে নানিয়ারচর জোন।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের এমন মহতি উদ্যোগ কে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। স্থানীয়রা জানান, এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এই সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ একটা ভালো প্রভাব ফেলবে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি এলাকার শান্তি সম্প্রীতি এবং শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তারা।
অনুষ্ঠানে বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ নাজমুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
