desh somoy logo
ঢাকাThursday , 15 January 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদরাসায় শোক সভা ও দোয়া মাহফিল

দেশ সময়
January 15, 2026 6:50 pm
Link Copied!

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরগুনার আমতলীতে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৪ জানুয়ারি) আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে এই শোক সভার আয়োজন করা হয়। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জালাল উদ্দিন ফকির, সাবেক সভাপতি, বিএনপি, আমতলী উপজেলা। সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব প্রফেসর গাজী মোঃ কাওছার।


আলোচনায় তিনি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দেশ ও জাতির প্রতি তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন সাহসী ও আপসহীন নেত্রী।


শোক সভা শেষে তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।


এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।