স্মার্টফোন বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার খবর প্রায়ই শোনা যায়। এবার সেই তালিকায় যুক্ত হলো অ্যাপলের ডিভাইসও! চীনে আইফোন ১৪ প্রো ম্যাক্সে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জানা গেছে, ওই নারী রাতে ঘুমানোর সময় স্মার্টফোন চার্জে দিয়েছিলেন। সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন ঘরে আগুন এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো ঘর। এসময় ওই নারীও আহত হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি এই ফোনটি ২০২২ সালে কিনেছিলেন। ইতিমধ্যেই ফোনের ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেছে। ব্যাটারির ত্রুটির কারণেই আইফোন ১৪ প্রো ম্যাক্সে আগুন ধরে যায়। তবে ওই নারী ফোনে আগুন লাগার ঘটনার যথাযথ তদন্তের দাবি করেছেন।
ফোন কোম্পানির গ্রাহক সেবা বিভাগ জানায়, ফোনের ওয়ারেন্টি মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তবে তারা তদন্ত করে দেখবে ঠিক কী কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফোনটির ব্যাটারি পরিবর্তন হয়েছে কি-না তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।