সাইবার নিরাপত্তা নিশ্চিত এবং অপপ্রচার রোধেই মোবাইল ইন্টারনেটের ধীরগতি বলে জানিয়েছেন ডাক যোগাযোগ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
বৃহস্পতিবার সকালে আইসিটি ডিভিশনে দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি প্রোগ্রামে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন জাতীয় নিরাপত্তা স্বার্থেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন আমি গত তিনদিন থেকেই ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোকে একাধিকবার সতর্কবার্তা দিয়েছি। কিন্তু তারা এর কোন কর্ণপাত করেনি।
তিনি বলেন চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন অপশক্তি দেশ এবং দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী বিভিন্ন ধরনের কনটেন্ট আপ করছে এবং লক্ষ লক্ষ ডলার ব্যয় করে সেগুলো পোস্টিং করছে।
এ সময় তিনি আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।