desh somoy logo
ঢাকাWednesday , 18 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

কার্বনমুক্ত আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে বিপুল আয়ের হাতছানি!

দেশ সময়
June 18, 2025 8:31 pm
Link Copied!

প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর কৃষিতে ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা। তাই চাষাবাদে ঝুঁকি কমানো ও লাভজনক করতে প্রয়োজন আধুনিক প্রযুক্তি। যা একইসঙ্গে কমাবে পরিবেশ দূষণ। কৃষি বিভাগ বলছে, কৃষিকে কার্বনমুক্ত করতে পারলে কোটি ডলার অর্থ আয়ের সম্ভাবনা রয়েছে। দেশের সব অঞ্চলে এসব প্রযুক্তির ব্যবহার বাড়াতে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

দেশের অঞ্চলভেদে চোখ জুড়ানো কৃষির বিস্তৃত মাঠ। কিন্তু পূর্ব ও দক্ষিণাঞ্চলের অনেক জেলায় রয়েছে ভিন্ন গল্প। পাহাড়ি ঢল, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা-সবই যেন অন্যতম বাঁধা ফসল সম্প্রসারণে। এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে কৃষি খাতের সামগ্রিক ক্ষতি কমাতে অত্যাবশ্যক কৌশলী আধুনিক প্রযুক্তির ব্যবহার।

এ লক্ষ্যে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে গাজীপুরের শ্রীপুরে স্থাপন করা হয়েছে সিসিডিবি ক্লাইমেট সেন্টার। যেখানে তুলে ধরা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কৃষি খাতে ব্যবহৃত নানা কলাকৌশল। গাজীপুরের সিসিডিবি ক্লাইমেট সেন্টারের কো-অর্ডিনেটর মো. কামাল হোসেন বলেন, ৫টি বিষয়ে বিশেষ নজর রাখা হয়। প্রযুক্তিটির খরচ কমাতেও কাজ করা হচ্ছে।

এখানে দর্শনার্থীরা ধারণা পাচ্ছেন কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তির। তেমনি ব্যবহারিক জ্ঞান লাভ করছেন কৃষি কর্মকর্তারা। তারা বলেন, এখান থেকে মাঠ পর্যায়ে কাজের ধারণা পাওয়া যাচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বাংলাদেশ কোটি কোটি ডলার আয় করতে পারে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিএম) প্রকল্পের পরিচালক খন্দকার মুহাম্মদ রাশেদ ইফতেখার জানান, দেশের মাঠ পর্যায়ে বিভিন্ন ফলের বাগান ও ফরেস্ট স্টেশনগুলোকে কার্বন সিংক হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। এসব বাগান ও বনভূমি বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে যেভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকা রাখছে, সেটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিসাবনিকাশের আওতায় আনতে পারলে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।

এদিকে পানি সংকট অঞ্চলে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি ও পানির অপচয় রোধে জনপ্রিয় হয়ে উঠছে বারিড পাইপ ও ড্রিপ সেচ পদ্ধতি। এতে ফসল উৎপাদন ব্যয় ও কার্বন দূষণ কমাতে ব্যাপক প্রভাব ফেলছে কৃষি জলবায়ুভিত্তিক প্রকল্পগুলো। ফ্লিপের প্রকল্প পরিচালক ড. তৌফিকুর রহমান বলেন, ক্লাইমেট স্মার্ট যে প্রযুক্তিগুলো যেমন বারিড পাইপ ও ড্রিপ সেচের কাজগুলো করছি।

পরিসংখ্যান বলছে, গত বছরের সেপ্টেম্বরে দেশের ২৩ জেলায় একযোগে বন্যায় ক্ষতি হয়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার ফসল। তাই কৃষিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহারের পাশাপাশি মৌসুমি আবহাওয়া সহনীয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।