সাতক্ষীরা ৬টি স্বর্ণের বার ও ১৩ হাজার টাকাসহ এক নারীকে আটক করেছে বিজিবি।
বুধবার (২৫ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে সাতক্ষীরা সদরের বাঁকাল চেকপোস্ট এলাকায় অবস্থান করে বিজিবির একটি দল। এ সময় সাতক্ষীরা শহর থেকে ভোমরা সীমান্ত এলাকায় যাওয়ার সময় মোসা. নাসরিন নাহার নামে একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম ওজনের ৬ টি স্বর্ণের বার জব্দ করে বিজিবি। এছাড়াও বাংলাদেশি নগদ ১৩ হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
নারী চোরাচালানি নাসরিন সদর উপজেলার ভোমরা মো. ইমাম হোসেনের স্ত্রী। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক দাম ছিয়াত্তর লাখ চুয়াত্তর হাজার পাঁচশত সাইত্রিশ টাকা।
স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
উদ্ধারকৃত স্বর্ণের বার ও নগদ টাকা কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
