desh somoy logo
ঢাকাWednesday , 18 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

নাসার নজরুলের স্ত্রীর ফ্ল্যাট ক্রোক, শেয়ার ফ্রিজ

দেশ সময়
June 18, 2025 8:34 pm
Link Copied!

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের স্ত্রী ও গ্রুপের পরিচালক নাসরিন ইসলামের নামে থাকা দুটি ফ্ল্যাট ক্রোক ও ৫৫ কোম্পানির বিপুল শেয়ার ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

নাসা গ্রুপের মালিক নজরুল ইসলামের স্ত্রীর ফ্ল্যাট ক্রোক ও শেয়ার ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। ছবি সংগৃহীত

বুধবার (১৮ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, ক্রোক আদেশ হওয়া ফ্ল্যাট দুটি মহাখালী ডিওএইচএসে, যার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা।

দুদকের আবেদনে বলা হয়, নাসরিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু অর্জনপূর্বক নিজ ভোগ দখলে রাখার দায়ে মামলা করা হয়েছে। তদন্তকালে বিভিন্ন সূত্র হতে জানা যায়, আসামি তার নামীয় স্থাবর, অস্থাবর সম্পদসমূহ বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। তাই অবিলম্বে এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ করা আবশ্যক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।