রাঙামাটির নানিয়ারচরে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সেবা সপ্তাহ কার্যক্রম চলমান রয়েছে। ৬ই ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ১১ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই সেবা সপ্তাহ। “পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে এবারের সেবা সপ্তাহ উদযাপন করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে নানিয়ারচর সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে সেবা সপ্তাহ উপলক্ষে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা, গর্ভকালীন সেবা, সাধারণ রোগীদের সেবা, কিশোর-কিশোরী সেবা ও পরিবার পরিকল্পনা দীর্ঘমেয়াদি পদ্ধতি সেবা কার্যক্রম পরিদর্শন করা হয়।
সেবা সপ্তাহ উপলক্ষে ৪টি ইউনিয়নে উঠান বৈঠক, স্যাটেলাইট ক্লিনিক সেবা, ইমপ্লান্ট পদ্ধতি প্লান সহ এই কার্যক্রমে ১২০জন বিভিন্ন বয়সের কিশোর কিশোরী ও গর্ভবতী নারী সেবা গ্রহন করে।
এসময় উপজেলা মেডিক্যাল অফিসার (এমসিএইচএফপি) ডা. রবিন ভট্টাচার্য, নানিয়ারচর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিয়া চাকমা ও পরিবার কল্যাণ পরিদর্শীকা রিপু দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
