কেমন আছো মাধবী?
এখনও কি আগের মত ভুল করে পথ চলো
আমি হাঁটি কিন্তু ভুল আর শুদ্ধ কোনটাই বুঝি না ।
কোনো এক নিভৃত বিকেলে ভুলের কারণেই
সম্ভবত আমরা একাকার হয়েছিলাম,
মনে আছে নিঝুম পার্কের পাড়ে সমুদ্র দেখতে গিয়ে
তোমার সাথে আমার প্রথম দেখা হয়!
নীল আবরণে সজ্জিত হয়ে নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে বিস্মৃত মনে হেঁটে যাচ্ছিলে তুমি,
আর আমি পরম আত্মীয়ের মতো বারবার
তোমার দিকে তাকিয়েছিলাম!
আর কল্পনায় কি জানি ভাবছিলাম
আমার উৎকর্ন মন জানান দিয়েছে তুমি আমার পরম চেনা!
তুমি একটু আগ বাড়িয়ে আমার দিকে ছুটে আসলে
নিদারুণ যত্নে ছুঁতে চাইলে আমার মন,
চৌচির খরায় ক্ষতবিক্ষত বুকে জমাট সবটুকুন ভালোবাসার ঢেউয়ে আমি খানিকটা হারিয়ে গেলাম !
অতঃপর আর-ও কত কি!
আমাদের পথচলার ভুলে কি এক আবহ সৃষ্টি হয়
তা ঠিক প্রকাশ করা খুউব কঠিন,
তারপর দু’জন একে অপরের খুব আপন হয়ে পড়লাম
তুমি রোজই নিজের অজান্তেই নিজেকে হারিয়ে ফেলতে
শুধু ভুল আর ভুলেই কেটেছে বহুকাল!!
মাঝপথে চলে গেলে তুমি
আমি অতৃপ্ত মনে কাটিয়েছি বহুক্ষণ,
সে-ই নিঝুম পার্কের বেঞ্চিতে কতো খুঁজেছি
তোমায় তার ইয়ত্তা নেই!
ভুলে ভুলে একই পথে কতবার হেঁটেছি
আমি আজও সে পথেই হাঁটি,
এখনও তুমি না এলেও
আমি কল্পনায় তোমার দেখি!
এখনও কি চোখে মুখে হাসি লেপ্টে থাকে তোমার
হাসিমাখা মুখটা ভীষণ ভালো লাগতো আমার,
আমি সেদিনের কথা ভেবে
হেসে উঠি মাঝে মাঝে—-!
একটা শংকা ভর করেছে মনে
আমার মাধবী এখন কি ভুল করে অন্য কারও হাত ধরেছে আবার?!?
একটা সত্য কথা বলি
জানো মাধবী, এখনও আমি ভালোবাসি তোমায়—-!!