desh somoy logo
ঢাকাFriday , 29 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

ঢাকায় আজ আতিফ আসলামের কনসার্ট

দেশ সময়
November 29, 2024 10:42 am
Link Copied!

বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও দারুণ জনপ্রিয় পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম। বলিউডের সিনেমায় ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘পেহলি দফা’সহ আরও অনেক জনপ্রিয় গান গেয়েছেন তিনি। এ শিল্পী বাংলাদেশে আগেও অনেকবার এসেছেন। তারই ধারাবাহিকতায় আবারও বাংলাদেশি শ্রোতাদের গান শোনাবেন তিনি। 

বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের এ কনসার্টটি আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে আতিফ আসলাম ছাড়াও গাইবেন তাহসান খানসহ বাংলাদেশের আরও একাধিক সংগীতশিল্পী। 

এদিকে নিরাপত্তাজনিত কারণে এর আগে বেশ কয়েকটি ওপেনএয়ার কনসার্ট বাতিল করা হয়েছিল। তাই আতিফের কনসার্টও বাতিল হতে পারে, এ নিয়েও শঙ্কা ছিল। সে শঙ্কা কিছুদিন আগেই দূর করেছে আয়োজক কমিটি। বিকাল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। 

আয়োজকরা জানিয়েছেন, দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। 

প্রসঙ্গত, সর্বশেষ গত এপ্রিলে ঢাকায় ‘লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টে দর্শকদের গান শুনিয়েছেন আতিফ আসলাম। ২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন তিনি। গানের পাশাপাশি আতিফ অভিনয় করেন। ২০১১ সালে তিনি পাকিস্তানি ‘বোল’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।