দেশের পুঁজিবাজার কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানকে আরো দুই বছর আগে জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
রোববার রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, চুরি-দুর্নীতি অনেক দেশেই ঘটে, কিন্তু বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না।
সাকিব আল হাসানের পুঁজিবাজারে কারসাজির বিষয়টি উল্লেখ তিনি করে বলেন, সাকিব আল হাসানকে দুই বছর আগেই জরিমানা করা উচিত ছিল।
তিনি আরো বলেন, কর কমানো হলেও নিত্যপণ্যের বাজারে দাম কমছে না এবং চাঁদাবাজির হাত পরিবর্তন হলেও তা বন্ধ হয়নি।
উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক তদন্তে সাকিব আল হাসানের নাম শেয়ার কারসাজির সঙ্গে যুক্ত হয়। এর পরিপ্রেক্ষিতে, চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।