desh somoy logo
ঢাকাMonday , 13 January 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে খেলবে বাংলাদেশ

দেশ সময়
January 13, 2025 6:57 pm
Link Copied!

আর মাসখানেক পরই ফের মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের আসরেও বাংলাদেশ সেমিফাইনালে খেলবে মনে করছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ক্রিকেটার অ্যালেক্স হেলস।

চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরের পর অনেকটাই বদলে গেছে বাংলাদেশ দলের চেহারা। এবারের দলে যারা রয়েছে, তাদের বেশিরভাগের-ই এ টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নেই। এছাড়া সাকিব আল হাসান-তামিম ইকবালরাও আর দলের সঙ্গে নেই। ক্যারিয়ারের সায়াহ্নে রয়েছে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ। আর চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ ওয়ানডে অ্যাসাইনমেন্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে ভরাডুবির সাক্ষী হতে হয় বাংলাদেশকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক পাকিস্তান, ভারত এবং নিউজিল্যান্ড। স্বাগতিক হিসেবে কিছুটা হলেও এগিয়ে থাকবে পাকিস্তান, ভারত আর নিউজিল্যান্ডও প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী। তবু বাংলাদেশকে নিয়ে আশাবাদী হেলস।

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতানো অ্যালেক্স হেলস একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে। কারণ উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ ভালো করছে। তাই তাদের সুযোগ দেখছি। এই টুর্নামেন্টে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের জন্য শুভকামনা।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।