চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবসৃষ্ট পৌরসভা নারায়ণপুরের বিভিন্ন ওয়ার্ডে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেন মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) জনাব মোঃ জাবেদ হোসেন চৌধুরী। কম্বল বিতরণে তাঁর সাথে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী জনাব ফেরদৌস আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
হতদরিদ্র শীত ক্লিষ্ট পরিবারগুলো কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ১,০০,০০০/- টাকায় ২০০টি কম্বল ক্রয় করা হয়।
বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে সহায়ক ও বিভিন্ন সমাজকর্মীদের সহায়তায় প্রকৃত দুঃস্থ দের তালিকা প্রনয়ণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।