পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারী) সকালে শহরের কোর্টবিল্ডিং এলাকার কালেক্টরেট জামে মসজিদের সামনে সুবিধা বঞ্চিত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ বিতরণ করা হয়।
এসময় পিসিসিপি’র উপদেষ্টা কামাল উদ্দিন, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সহ-সভাপতি আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মো. ইসমাঈল, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি ও সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় জানান, পাহাড়ে বসবাসরত সাধারণ মানুষের কষ্ট উপলব্ধি করতে পেরে তারা শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও জানায় পিসিসিপির নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।