desh somoy logo
ঢাকাFriday , 31 January 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

দুমুঠো ভাত খেতে চান শতবর্ষী আব্দুল মান্নান

দেশ সময়
January 31, 2025 2:18 pm
Link Copied!

দুমুঠো ভাত খেতে চান নানিয়ারচরের শতবর্ষী আব্দুল মান্নান। সাথে লজ্জা ঢাকার এক টুকরো কাপড়। এমনটাই আকুতি জানিয়েছেন এই বৃদ্ধ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) দুপুরে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর মধ্যপাড়া এলাকায় এভাবেই বিলাপ করতে দেখা যায় গৃহহীন এই বৃদ্ধকে।

বয়সের ভারে ভেঙে পড়া এই বৃদ্ধ জানান, তার প্রতিবন্ধী ২ছেলে থাকলেও তারা নিজেরাই অক্ষম। ফলে তাকে দেখাশুনা করতে পারে না তারা। প্রতিবন্ধী তিন মেয়েও রয়েছে তার। তবে তারা তাদের সংসার নিয়েই ব্যস্ত। ফলে তাকে দেখাশুনার কেউ নেই। ভাঙা এক কুটিরে ষাটোর্ধ্ব দ্বিতীয় স্ত্রীই তার একমাত্র অবলম্বন।

জায়গা জমি আছে কিনা জানতে চাইলে শতবর্ষী এই বৃদ্ধ জানান, জিয়াউর রহমানের আমলে পাহাড়ে আসার পরে যে জমিটুকু পেয়েছিলাম তা পাহাড়িদের দখলে। ৫একর জমির মধ্যে বাড়ি ভিটার জন্য পাওয়া ২৫শতক জমি পেলেও তা বিক্রি করে কৃষি ব্যাংকের লোন পরিষোধ করেছি। বাকি ৪দশমিক ৭৫শতক জমিই ভোগ দখল করতে পারিনি। মরার আগে তা আর পাবো বলেও মনে হয়না।

স্থানীয় যুব নেতা জাহাঙ্গীর আলম জানান, বৃদ্ধ এই পরিবার কে দেখার কেউ নেই। প্রতিবেশীরা যে যা পারে সাহায্য সহযোগীতা করে। তাতেই নুন আনতে পান্তা ফুরায় তাদের।

স্থানীয় মো. আজাদুল হক জানায়, পথচারীরা যে যা দেয় তা খেয়েই তারা জীবন ধারণ করছে। স্বাবলম্বী কেউ যদি তাদেরকে কোন সহযোগীতা করে তবে খেয়ে পড়ে বাচঁতে পারবে তারা।

স্থানীয় চায়ের দোকানদার মো. কবির জানায়, ঠিকমতো ২মুঠো ভাত খেতে পায় না তারা। মাঝে মধ্যে কেউ কিছু দিলে তবে তাদের পেটে কিছু পড়ে। বিত্তবান ও প্রশাসনের প্রতি তাদের পাশে দাড়াঁনোর আবেদন রইলো।

আব্দুল মান্নানের দ্বিতীয় স্ত্রী বকুল বেগম বলেন, আমি মাঝে মধ্যে বাইরে কোন কাজ করে যা পাই এবং এলাকার কেউ কিছু দিলে তা দিয়েই চলে আমাদের সংসার। এখন আর আগের মতো কাজ করতে পারিনা। ঘরবাড়ি না থাকায় আমরা যখন যেখানে পারি সেখানে থাকি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।