desh somoy logo
ঢাকাMonday , 10 March 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক নারী দিবস ঘিরে নানিয়ারচরে আলোচনা সভা

দেশ সময়
March 10, 2025 1:57 pm
Link Copied!

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ই মার্চ) সকালে উপজেলা পরিষদ মাঠে মহিলা বিষয়ক্ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য এক র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি উপজেলা মাঠ হয়ে পরিষদ মিলনায়তনে শেষ হয়।

উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা ধীমান চাকমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক৷

এসময় নানিয়ারচর উপজেলা নির্বাচন কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজিজুল ইসলাম ও নানিয়ারচর থানা প্রতিনিধি এস আই মুহাম্মদ মাহমুদ মঈনসহ হেডম্যান-কার্বারি, বিভিন্ন সংগঠনের নারী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় নারী প্রতিনিধিরা বলেন, এমন একটা সময়ে আমরা নারী দিবস পালন করছি, বিগত কয়েকদিন আমাদের চারপাশে যে ঘটনাগুলি ঘটছে তাতে করে বলা যায় আমরা শিশু থেকে বয়ষ্ক নারীরা পর্যন্ত ঘরের বাইরে নিরাপদ নয়। পুরুষ শাষিত এই সমাজ থেকে আমাদের চিন্তা চেতনার পরিবর্তন আনতে হবে। পারিবারিকভাবে আমাদের কে সুশিক্ষিত হতে হবে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে। নাহয় এই সমাজ থেকে নারীদের প্রতি সংবেদনশীল আরচণ আশা করা যায় না। শুধু নারী দিবসেই নয়, সারাবছর জুড়ে নারীদের প্রতি সম্মান রেখে চলতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি একজন নারীর ভূমিকা অপরিসীম বলেও যোগ করেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।