পতিত সরকারের পলাতক মন্ত্রী-এমপিদের সম্পদ বিক্রি ঠেকাতে সম্পদ জব্দ করছে দুদক। এরই ধারাবাহিকতায় এবার আলোচিত সাবেক এমপি শামীম ওসমানের ২৯ ব্যাংক হিসাবসহ স্থাবর সম্পদ জব্দ করেছে সংস্থাটি।
বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকতেন শামীম ওসমান। ছিলেন ক্ষমত্যচুত আওয়ামী লীগের সংসদ সদস্য। এরইমধ্যে অর্থ পাচারের অভিযোগে শামীম ওসমানসহ তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মামলার এই আসামি তার সম্পদ বেহাতের চেষ্টা করছেন। এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সম্প্রতি সম্পদ জব্দ করতে দুদকের পক্ষে আদালতে আবেদন করা হয়।
রোববার (২২ জুন) সেই আবেদনে সাড়া দিয়ে প্রায় ১৩ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন, জানান দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম।
এদিকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সন্তান সুপ্রিয় ভট্টাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং তিন কোটি টাকার বেশি স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।
