desh somoy logo
ঢাকাMonday , 3 February 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

প্রকাশিত সংবাদের পর শতবর্ষী আব্দুল মান্নানের পাশে মানবিক ইউএনও আমিমুল এহসান

দেশ সময়
February 3, 2025 6:04 pm
Link Copied!

সংবাদ প্রকাশের পর অসহায় হয়ে পড়া শতবর্ষী আব্দুল মান্নানের পাশে দাঁড়িয়েছে রাঙামাটির নানিয়ারচর উপজেলার মানবিক নির্বাহী অফিসার।

সোমবার বিকেলে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের নানিয়ারচর পুণর্বাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ঝুপড়ি ঘরে বসবাসরত অসুস্থ্য আব্দুল মান্নানের স্ত্রীর হাতে খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।

এবিষয়ে তিনি জানান, প্রকাশিত সংবাদ মাধ্যমে আমি অসহায় আব্দুল মান্নানের বিষয়ে জানতে পারি। আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেজে সামান্য সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। আমি উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে তাকে বয়ষ্ক ভাতা দেওয়ার ব্যাপারে কথা বলেছি। আগামীতেও নানিয়ারচর উপজেলা প্রশাসন তার পাশে থাকবে।

স্থানীয়রা এসময় আব্দুল মান্নানের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার জন্য উপজেলা নির্বাহী অফিসার কে অনুরোধ জানান।

শতবর্ষী আব্দুল মান্নানের স্ত্রী বকুল বেগম জানায়, আগে তিনি মানুষের বাড়ি কাজ করে জীবন ধারন করতেন। তবে ওখন স্বামী স্ত্রী ২জনই অসুস্থ্য হওয়ায় কোন কাজ কর্ম করতে পারছে না। এসময় তিনি তার স্বামী ও তার চিকিৎসার ভরনপোষণ এর জন্য দেশবাসীর প্রতি আবেদন জানান।

উল্লেখ্য, প্রকাশিত সংবাদ প্রকাশের পর খবর পেয়েই অসহায় এই বৃদ্ধের খবর নিতে এলাকায় ছুটে এই নির্বাহী অফিসার। চাল, ডাল, তৈল ও পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন তিনি। ২০২৩সালের অক্টোবরে ব্রাহ্মণবাড়িয়ার কশবা থেকে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন তিনি। যোগদানের পর থেকেই উপজেলার তৃণমূল জনগণের পাশে থেকে ইতোমধ্যেই স্থানীয়দের মন জয় করেছেন প্রশাসনের এই মানবিক নির্বাহী অফিসার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।