desh somoy logo
ঢাকাSaturday , 14 June 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

মতলবে জৈনপুরী পরিবহনের সাথে মোটর সাইকেল মুখোমুখি নিহত এক

দেশ সময়
June 14, 2025 7:42 pm
Link Copied!

চাঁদপুরের মতলব-বাবুরহাট সড়কে জৈনপুর পরিবহন বাস চাপায় নিহতদের রক্তের দাগ না শুকাতেই আবারও দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলেন এক মোটরসাইকেল আরোহী।

তার নাম মোঃ মুরাদ হোসেন (৩৭)। সে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মধুখালী গ্রামের মধুপুর গ্রাম শাহজাহানের ছেলে। ঢাকা হাই কোর্টের অ্যাটর্নি জেনারেলের অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন মুরাদ হোসেন।

১৪ জুন সকাল আনুমানিক সোয়া ৯ টায় মতলব বাবুরহাট পেন্নাই সড়কের বরদিয়া এলাকায় জৈনপুর পরিবহন বাস চাপায় তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে বাস চালক পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানা গেছে, শনিবার সকালে বাবুরহাট থেকে ঢাকাগামী জৈনপুর পরিবহন নামক যাত্রীবাহী বাসটি রওয়ানা হলে সরকার বাড়ির নিকট আসলে বিপরীত দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মুরাদ হোসেন গুরতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

পরে এম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে তার অবস্থা বেগতিক দেখে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আশরাফুল ইসলাম লিমন তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে সংবাদ পেয়ে নিহত মুরাদ হোসেনের স্ত্রী, ২ ছেলেসহ স্বজনরা চলে আসলে তাদের হৃদয়বিদারক আহাজারিতে বাতাস ভারী হয়ে যায়।

নিহত মুরাদ হোসেনের স্ত্রী ইফরিন সুলতানা বলেন,তার স্মামী ঢাকা হাই কোর্টের অ্যাটর্নি জেনারেলের অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন। তার পরিবার-পরিজনদেরকে নিয়ে ঢাকায় একটি বাসায় থাকতেন।পবিত্র ঈদুল আযহার পূর্বে সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন ।

ঈদের পরদিন রবিবার তিনি ঢাকায় চলে যান । আগামীকাল রবিবার পরিবারদেরকে নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। তাই মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে বাড়ীর উদ্দেশ্য রওয়ানা হন।

বরদিয়া এলাকার জনৈক রিপন ভুঁইয়া, শারমিন আক্তারসহ আরো ৫_৭ জন অভিযোগ করে বলেন,মতলব – ঢাকা সড়কে জৈনপুর পরিবহন বাসগুলো বেপরোয়া ভাবে যাতায়াত করে। এছাড়া প্রায় সময় হেলপার দিয়ে বাস চালায়। ড্রাইভারের বেপরোয়া গাড়ী চালানোর কারণে বিগত ৮ জুন একই এলাকায় জৈনপুর পরিবহন বাস চাপায় সিএনজির চালক নিহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।