নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝে ৩০কেজি হারে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকায় ভিজিডি চাল বিতরণ করেন, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা।
এসময় নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসার ও ভিজিডি চাল বিতরণ কর্মসূচির ট্যাগ অফিসার প্রদীপ জয় চাকমা, ইউপি সদস্য আব্দুল মালেক ও স্থানীয় ইউপি সদস্য ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
