বাজারে ডিমের দামে লাগাম টেনে ধরা যাচ্ছে না। খুচরা বাজারে একটি ডিম বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ টাকায়। এমন দামের জন্য ডিম ব্যবসায়ীদের দায়ী করছেন ভোক্তারা।
শনিবার (৩১ আগস্ট) বড়পুল বাজার, চৌমুহনী বাজার, ফকিরহাট বাজার, পাহাড়তলী বাজর, কাজিরদেউরি বাজার ঘুরে দেখা যায়, ১৬৫ থেকে ১৭৫ টাকা ডজন বিক্রি হচ্ছে ডিম। হিমশিম খাচ্ছেন ক্রেতারা। দাম নিয়ে চলছে তর্কাতর্কি।
চৌমুহনী বাজারে ডিম কিনতে আসা মুমিন কালবেলাকে বলেন, সব কিছুর দামই বাড়তি। গরিবরা যে ডিম খেয়ে বাঁচবে তাও সাধ্যের বাইরে। বাজারে অভিযান হলে কয়েকদিন দাম ঠিক থাকে। পরে আবার দোকানিরা দাম বাড়িয়ে দেয়।
জানতে চাইলে পাইকারি ব্যবসায়ী মো. আলম বলেন, সপ্তাহের মাঝামাঝি সময়ে ডিমের দাম আরও বাড়তি ছিল। ১৮০ টাকা পর্যন্ত ডিম (ডজন হিসেবে) বিক্রি হয়েছে। তবে গত দুদিন ধরে দাম কিছুটা কম। এখন আমরা পাইকারিতে প্রতি ডজন ১৪৪ টাকা বিক্রি করছি।
খুচরা ব্যবসায়ী মো. রফিক বলেন, বিক্রির জন্য বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। প্রশাসন আমাদের দিকে নজর না দিয়ে খামার সমিতির দিকে নজর দিলে সবাই বাঁচে