desh somoy logo
ঢাকাThursday , 1 May 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে ইফার উদ্যোগে শ্রমিক দিবসের আলোচনা

দেশ সময়
May 1, 2025 7:12 pm
Link Copied!

পহেলা মে। আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিকের পারিশ্রমিক নিয়ে ইসলামে রয়েছে এর গুরুত্ব। ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা ও অধিকার নিয়ে রয়েছে আলোচনা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রাঙামাটি জেলা কার্যালয়ে দিবসটি ঘিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে উপপরিচালক মোঃ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম।

ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে কালেক্টর জামে মসজিদের ইমাম আবুল হাশেম, কৃষি ও বন আবাসিক মসজিদের ইমাম মাওলানা আশহাদুল ইসলামসহ দপ্তরটির বিভিন্ন উপজেলার ফিল্ড সুপারভাইজার, কেয়ারটেকার, কেন্দ্র শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাবীব আজম হাদিসের উদ্ধৃতি উল্লেখ করে বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বানী অনুযায়ী শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করতে বলা হয়েছে। তাই শ্রমিকের অধিকার নিয়ে ইসলামে এর গুরুত্ব প্রদান করা হয়েছে। আপনারা শ্রমিকের অধিকার নিশ্চিত করবেন।

এসময় জেলা পরিষদ সদস্য হাবীব আজম ইসলামিক ফাউন্ডেশনের এবাদত খানায় কার্পেট ও সাউন্ড সিস্টেম উপহার তুলে দেন।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা শফিউল আলম আল-কাদেরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।