বাংলাদেশ সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ এর সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেক্ষেত্রে উপজেলা প্রশাসন, উপজেলা যুব উন্নয়ন, উপজেলা কৃষি সম্প্রসারণ ও মৎস্য অধিদপ্তর অবদান রাখতে পারে।
সেমিনার শেষে নানিয়ারচর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ অনুষ্ঠানের প্রদর্শনী উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন করেন।
এসময় নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার মো. ফারুক, নানিয়ারচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা, নানিয়ারচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
