সেচ্ছাসেবী সংগঠন উদ্যম ফাউন্ডেশন এর আয়োজনে ও পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় নানিয়ারচরে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নানিয়ারচর উপজেলার ৪নং ঘিলাছড়ি ইউনিয়নের কৃষ্ণমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীকে খাতা, কলম, স্কুল ব্যাগ ও স্কেল বিতরণ করা হয়। এছাড়াও ৮০ জনকে বিনামূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় করা হয়।
সেচ্ছাসেবী সংগঠন উদ্যম ফাউন্ডেশন এর আয়োজনে শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি স্থানীয় জনগণ উৎসাহ প্রকাশ করেছে। স্থানীয় বিভিন্ন বয়সের নারী পুরুষ সংগঠনের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে কৃঞ্চমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপ্তিময় চাকমা, ৪নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য রমিতা চাকমা, ৭১নং ছোট মহাপুরুম মৌজার কৃষ্ণমাছড়া গ্রামের কার্বারী রাজবিহারী চাকমা ৭৮নং বগাছড়ি মৌজার কৃষ্ণমাছড়া কার্বারী শান্তিপূর্ণ চাকমা, মগবান ইউনিয়নের ইউপি সদস্য কিরণময় চাকমা, উদ্যম ফাউন্ডেশন এর সভাপতি মিকেল চাকমা, সহ-সভাপতি আকিহিতো চাকমা, সংগঠনটির উপদেষ্টা প্রবাল সেন, উপদেষ্টা নবাশীষ চাকমা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দীপু চাকমা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্ব চাকমা ও পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পরিচালক মিন্টু চাকমা সহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
