ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি কে এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক এরশাদ উল্লাহ কে গণসংযোগকালে হিংস্র সন্ত্রাসীদের হামলার ঘটনায় দুষ্কৃতিকারিদের শাস্তির দাবিতে রাঙামাটি জেলা বিএনপির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয় হয়ে দলের নেতাকর্মীর বিশাল এক মিছিল বের হয়। পরে মিছিলটি রাঙামাটির প্রধান সড়ক ও বনরুপা তেল পাম্প হয়ে পূনরায় বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় এই প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহ সভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, সহ সভাপতি ও আইনজীবী ফোরামের সভাপতি সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম-সম্পাদক আলী বাবর, সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মুজিবুল হক, সাধারণ সম্পাদক রনেল দেওয়ান সহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। দেশের মানচিত্র ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে। এজন্য আমাদের কে মাথায় রাখতে হবে সবার আগে বাংলাদেশ।
তিনি আরো বলেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর বিএনপি’র অতবায়ক এরশাদ উল্লা কে হত্যার যারা গুলি চালিয়েছে তাদের কে দ্রুত সময়ে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার ও দাবি জানান ধানের শীষের এই প্রার্থী।
