দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ১০টায় নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে ও নানিয়ারচর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সভায় প্রধান অতিথি বলেন, দূর্নীতি প্রতিরোধ আমাদের দেশে বড় একটা সমস্যা। দূর্নীতিবাজ লোকদের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয়না। তাই দূর্নীতি কে না বলুন।
এর আগে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে নানিয়ারচর উপজেলা পরিষদ প্রাঙ্গনে দূর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় নানিয়ারচর উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার কামাল, নানিয়ারচর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, নানিয়ারচর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, নানিয়ারচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা ও নানিয়ারচর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নারায়ণ সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
