desh somoy logo
ঢাকাSunday , 21 September 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব

নানিয়ারচরে উপজেলা বিএনপির সাংগঠনিক সভা

দেশ সময়
September 21, 2025 12:05 pm
Link Copied!

রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও দলীয় কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে নানিয়ারচরে উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০সেপ্টেম্বর) বিকেলে নানিয়ারচর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ১৭বছর ফ্যাসিস্ট আওয়ামিলীগের নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থেকেছি। নির্বাচনের আগে বাকি ৩টি মাস ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকতে পারব। বিগত সময়ে যারা দলের সাথে বেঈমানি করেছে তাদের কে ছাড় দেওয়া হবে না।

আগামী নির্বাচনে তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নিয়ে যেতেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী বাবর, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ও এজাজ নবী রেজা এবং সহ দপ্তর সম্পাদক মো. নাসের খান।

নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রণ বিকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, যুগ্ম সম্পাদক ইউনুস আলী, সদর ইউনিয়ন সভাপতি তুতি মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবেক্ষ্যং ইউনিয়ন বিএনপির সভাপতি তন্টু মনি চাকমা, সাধারণ সম্পাদক জসিম চাকমা, বুড়িঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি শফি মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির লতিফ চাকমা ও সাধারণ সম্পাদক শামশুল আলম সহ বিএনপির সকল ইউনিট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।